ফ্রিল্যান্সিং কি , ফ্রিল্যান্সিং শিখতে হলে কি কি জানতে হবে?

ফ্রিল্যান্সিং হল একটি চুক্তি ভিত্তিক পেশা যেখানে একটি প্রতিষ্ঠানের বা ব্যাক্তির কোনো নির্দিষ্ট কাজের প্রয়োজন হলে এবং উক্ত প্রতিষ্ঠানে ওই কাজ করার মতো কোনো কর্মী না থাকে তখন সে প্রতিষ্ঠানের বাইরের কোনো এক্সপার্ট লোককে হায়ার করে ওই কাজটি সুম্পূর্ণ করার একটা চুক্তি করে। এই সম্পূর্ণ পক্রিয়াটার সাথেই ফ্রিল্যান্সিং জড়িত।

সহজ কথায়, ফ্রিল্যান্সিং হল যখন আপনি একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য আপনার দক্ষতা, শিক্ষা এবং অভিজ্ঞতা ব্যবহার করে ওই ক্লায়েন্ট এর কাজ সম্পূর্ণ করা।

ফ্রিল্যান্সিং এবং অউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি?

যে ব্যাক্তিকে কোনো কাজের জন্য হায়ার করা হয় উনি হলো ফ্রিল্যান্সার, সে ফ্রিল্যান্সিং করছে। আবার, যে কোম্পানি কাজ করিয়ে নিচ্ছে ওই কোম্পানি আউটসোর্সার ওই কোম্পানি তার কাজ অউটসোউর্সিং এর মাদ্ধমে সম্পূর্ণ করছে।

যেসব স্কিল থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন?

একজন সফল ফ্রীলান্সার হতে হলে আপনাকে ২ টি স্কিল অবশ্যই থাকতে হবে।

১. যে কোনো টপিকের ওপর স্কিল ডেভলপ করতে হবে।

ফ্রিল্যান্সিং করার মতো কাজ হাজার হাজার আছে তার মধ্যে জনপ্রিয় কিছু কাজ আছে যেগুলোর ওপর কাজ শিখলে আপনি সহজেই সফলতা পাবেন। যেমনঃ ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ইথিক্যাল হ্যা*কিং, এপপ্স ডেভেলপমেন্ট ইত্যাদি।

২. কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে।

আপনি যতই ভালো কাজ জানেন আপনি ভালো কমিউনিকেশন করতে না পারলে আপনি এই প্লাটফর্ম এ দীর্ঘস্থায়ী কাজ করতে পারবেন না। ফ্রিল্যান্সিং প্লার্টফর্ম এ টিকে থাকতে হলে আপনাকে ইংলিশে কমিউনিকেশন করতে হবে।

সুতরাং, ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই কোনো কাজের ওপর ভালো স্কিল এবং ভালো ইংলিশে কমিউনিকেশন করা জানতে হবে। তাহলেই আপনি দ্রুত সফলতা পাবেন।

ফ্রিল্যান্সিং শিখে কাজ পাবো কিভাবে?

যে কোনো টপিক কাজ শিখে এবং কমিউনিকেশন স্কিল ডেভলপ করার পর আপনি মার্কেটপ্লেস থেকে কাজ নিবেন। অবশ্যই মার্কেটপ্লেস থেকে কাজ আপনাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আপনার কমিউনিকেশন যত ভালো হবে আপনি ততো বেশি কাজ সংগ্রহ করতে পারবেন।
Upwork, Fiverr, freelancer.com এইগুলো হলো মার্কেটপ্লেস। এইরকম আরো অনেক মার্কেটপ্লেস আছে যেখানে আপনি একাউন্ট খুলে আপনি কাজ সংগ্রহ করতে হবে।

আরেকটা বিষয় বলে রাখা জরুরি কাজ শেখা অবস্থায় অনেক বেশি ডেডিকেশন থাকতে হবে এবং অনেক বেশি সময় দিতে হবে কাজ শিখতে, কাজ করতে হবে আনন্দে, নিজের কাজকে ভালোবাসতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনি ততো দ্রুত সফলতা পাবেন। পরিশ্রম ছাড়া কোনোকিছু অর্জন করা সম্ভব না

অতএব, উক্ত টপিকগুলো পড়ে যদি আপনার ফ্রিল্যান্সিং করার ইচ্ছে হয় তাহলে আপনার জন্য রইলো শুভকামনা এখনই শুরু করে দিন নিজের স্কিল ডেভেলপ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Blog

freelancing in bangla
Uncategorized
Parvez Sheikh

ফ্রিল্যান্সিং কি? What is freelancing in Bangla

ফ্রিল্যান্সিং (freelancing) হল একজন স্ব-নিযুক্ত ব্যক্তি হিসাবে স্বাধীনভাবে কাজ করার মাদ্ধম, ক্লায়েন্টদের সাথে  স্থায়ী কর্মচারী হিসাবে কাজ না করে একটি প্রজেক্ট বা চুক্তির ভিত্তিতে সার্ভিস

Read More »
ফ্রিল্যান্সিং করতে হলে কোন ২ টি স্কিল আপনার অবশ্যই থাকতে হবে
Uncategorized
Parvez Sheikh

ফ্রিল্যান্সিং কি , ফ্রিল্যান্সিং শিখতে হলে কি কি জানতে হবে?

ফ্রিল্যান্সিং হল একটি চুক্তি ভিত্তিক পেশা যেখানে একটি প্রতিষ্ঠানের বা ব্যাক্তির কোনো নির্দিষ্ট কাজের প্রয়োজন হলে এবং উক্ত প্রতিষ্ঠানে ওই কাজ করার মতো কোনো কর্মী

Read More »