ফ্রিল্যান্সিং কি? What is freelancing in Bangla

ফ্রিল্যান্সিং (freelancing) হল একজন স্ব-নিযুক্ত ব্যক্তি হিসাবে স্বাধীনভাবে কাজ করার মাদ্ধম, ক্লায়েন্টদের সাথে  স্থায়ী কর্মচারী হিসাবে কাজ না করে একটি প্রজেক্ট বা চুক্তির ভিত্তিতে সার্ভিস প্রদান করা। যারা ফ্রিল্যান্সিং করে তাদের ফ্রিল্যান্সার বলা হয়।

ফ্রিল্যান্সিং কিভাবে করে? (How does freelancing work?)

সাধারণত যে সকল কাজ যে কোনো জায়গায় অবস্থান করে সম্পন্ন করা যায় এবং কাজ শেষে ডেলিভারি ও করা যায় সেই সকল কাজ দিয়েই ফ্রিল্যান্সিং করা যায়। ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হয়। 

কি কি কাজ শিখে ফ্রিল্যান্সিং করা যায়? (What can be learned by freelancing?)

ফ্রিল্যান্সাররা সাধারণত লেখালেখি, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং এবং পরামর্শ দেওয়ার মতো সৃজনশীল বা প্রযুক্তিগত ক্ষেত্রে কাজ করে এবং বিভিন্ন ক্লায়েন্ট বা কোম্পানির জন্য কাজ করে থাকে।

ফ্রীলান্সারা তাদের নিজস্ব ভাবে প্রজেক্ট এবং ক্লায়েন্ট খুঁজে বের করে থাকে, তাদের নিজস্ব সময়সূচী সেট করতে এবং যে কোনও জায়গা থেকে কাজ করার নমনীয়তা এবং স্বাধীনতা দেয়।

ফ্রিল্যান্সিং করার জন্য কি কি শিখতে হবে?(What to learn for freelancing?)

একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য, আপনার সাধারণত আপনার নিম্নে দক্ষতার একটি নির্দিষ্ট সেটের প্রয়োজন হবে। এই অন্তর্ভুক্ত হতে পারে:

  • শক্তিশালী প্রযুক্তিগত বা সৃজনশীল দক্ষতা, যেমন কনটেন্ট লেখা, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং বা ভিডিও এডিটিং, পরামর্শ প্রদান, ব্যবসায়িক দক্ষতা, যেমন মার্কেটিং, অ্যাকাউন্টিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদির মধ্যে কমপক্ষে ১ টা বিষয়ের ওপর খুব ভালো দক্ষতা থাকতে হবে।
  • খুব ভালো (Communication) যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিশেষ করে ভালো ইংলিশে কথা বলতে পারতে হবে। 
  • স্ব-প্রেরণা(Self Motivated) এবং শৃঙ্খলা, একজন একজন প্রফেশনাল কর্মী/ব্যক্তি হিসাবে আপনার সময় এবং কাজের চাপ কার্যকরভাবে পরিচালনা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে।
  • দ্রুত শেখার ক্ষমতা থাকতে হবে, কারণ বাজার এবং শিল্প সময়ের সাথে পরিবর্তিত হতে পারে।
  • কাজ শেখার পর কাজ পাওয়ার জন্য আপনার ক্লায়েন্টদের আকর্ষণ করে কাজ নেয়ার জন্য  আপনার শক্তিশালী পোর্টফোলিও থাকতে হবে।

ফ্রিল্যান্সার হয়ে কাজ পাবো কিভাবে? (How to get a job as a freelancer?)

ফ্রিল্যান্সারদের নিজের কাজ নিজের এ খুঁজে নিতে হয়। 

  1. কাজ খুঁজে পাওয়ার ও অনেকগুলো মাদ্ধম রয়েছে তারমধ্যে কয়েকটি মাদ্ধম শেয়ার করছি। 
  2. মার্কেটপ্লেস এর মাধ্যমে: fiverr, Upwork, Bihance, Freelancer.com, people per work এইরকম অনেক ফ্রীল্যান্স মার্কেটপ্লেস আছে সেখানে একাউন্ট খুলে সুন্দর করে প্রোফাইল সাজিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন। 
  3. সার্চ ইঞ্জিন এর মাধ্যমে  -সার্চ ইঞ্জিন বলতে গুগল, বিং, ইয়াহু কে বুঝি সহজ ভাষায় আমরা কোনো কিছু জানার জন্য অনলাইনে যার মাধ্যমে সার্চ করি তাকেই বোঝায়। একটা ভালো মানের ওয়েবসাইট তৈরী করে অথবা medium.com, linkdin.com আপনার স্কিলগুলো সেখানে সাজিয়ে রেখে নিয়মিত কনটেন্ট লিখে আমরা কাজ খুঁজে পেতে পারি। (এই পদ্ধতি অবলম্বন করতে হলে আপনাকে অবশ্যই আগে SEO জানতে হবে )
  4. সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে: facebook, Linkdin, Pinterest, twitter ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় সার্ভিস রিলেটেড গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। 
  5. সম্ভাব্য ক্রেতাদের লিড জেনারেশন করে ইমেইল মার্কেটিং এর মাধ্যম ক্লায়েন্ট জোগাড় করতে পারেন। 

ইত্যাদি ফ্রিল্যান্সিং কাজ খুঁজে পাওয়ার ফ্রি মাধ্যম। 

ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগে?(How long does it take to learn freelancing?)

ফ্রিল্যান্সিং শিখতে ৩-৬ মাস সময় লাগে।

দেখেন ভাই/বোন ফ্রিল্যান্সিং এক ধরনের পেশা এইখানে কাজ করতে হলে আপনাকে আগে কাজ শিখতে হবে তারপর কাজ করতে হবে এই কাজ শেখার শুরু আছে শেষ নেই। তবে আপনি আপনার (communication)যোগাযোগ দক্ষতা ঠিক রেখে একটা বিষয়ের ওপর কমপক্ষে ৩ মাস কাজ শেখার পর ক্লাইন্টের কাজ খোঁজার প্রস্তুতি নিতে পারেন। এই কাজ শেখার জন্য ১ম ৩ মাস দৈনিক ৪-৬ ঘন্টা সময় দিতে হবে। তাহলেই আপনি ৩ মাসের মধ্যে কাজে নামতে পারেন। এখানে শেখার কোনো শেষ নেই ইনকামের ও কোনো শেষ নেই। যত শিখবেন ততো আয় করতে পারবেন। 

ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আয় করা যায়?(How much money can be earned by learning freelancing?)

ফ্রিল্যান্সিং শিখে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় এই কথাটা যেমন সত্য আবার ফ্রিল্যান্সিং এ ব্যার্থ হয়ে অনেকে জীবন থেকে ১-২ বছর পিছিয়ে পরে। 
যারা কাজ শেখার আগেই টাকা টাকা করে আবার মনে করে এটা একটা সহজ কাজ কোনরকমভাবে শিখেই টাকা আয় করা যায় তারা অবশেষে কিছুদিন সময় নষ্ট করে এই সেক্টর থেকে কিছু করতে পারে না। 

আবার যারা এই কাজকে চ্যালেঞ্জিং হিসেবে নিয়ে কাজ শিখে এবং যথেষ্ট ধৈর্য ধরে কাজ করে যায় তারা একসময় লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে। 
একজন দক্ষ ফ্রীলান্সার এর ১ ঘন্টা কাজ করে ২৫$ থেকে ৭৫$ ডলার যা বাংলাদেশে ২৫০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত চার্জ করে থাকে। 

একজন ব্যাক্তির ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে সকল তথ্য জানা খুব জরুরি সেইসব বিষয় নিয়ে এইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে(Detailed definition of freelancing in Bangla)। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Blog

freelancing in bangla
Uncategorized
Parvez Sheikh

ফ্রিল্যান্সিং কি? What is freelancing in Bangla

ফ্রিল্যান্সিং (freelancing) হল একজন স্ব-নিযুক্ত ব্যক্তি হিসাবে স্বাধীনভাবে কাজ করার মাদ্ধম, ক্লায়েন্টদের সাথে  স্থায়ী কর্মচারী হিসাবে কাজ না করে একটি প্রজেক্ট বা চুক্তির ভিত্তিতে সার্ভিস

Read More »
ফ্রিল্যান্সিং করতে হলে কোন ২ টি স্কিল আপনার অবশ্যই থাকতে হবে
Uncategorized
Parvez Sheikh

ফ্রিল্যান্সিং কি , ফ্রিল্যান্সিং শিখতে হলে কি কি জানতে হবে?

ফ্রিল্যান্সিং হল একটি চুক্তি ভিত্তিক পেশা যেখানে একটি প্রতিষ্ঠানের বা ব্যাক্তির কোনো নির্দিষ্ট কাজের প্রয়োজন হলে এবং উক্ত প্রতিষ্ঠানে ওই কাজ করার মতো কোনো কর্মী

Read More »